চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৩০% কোটা বহাল দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুরের ব্যানারে রেললাইন অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় কিছু সময়ের জন্য তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলগেইটে অবস্থান নিয়ে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন লোকাল ট্রেন অবরোধের মুখে পড়ে। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেনটি গন্তব্যের অভিমুখে ছেড়ে যায়। এসময় বাসস্ট্যান্ড এলাকার সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুরের ব্যানারে ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বানে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন অবরোধকারীরা।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার, আনোয়ারুল কাদির জুয়েল, এমদাদুল হক চৌধুরী, আব্দুল জলিল ভাদু, মনসুর আলী, আব্দুল মালেক, সহদেব, শাহাজাহান আলীসহ অন্য মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানরা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন