কক্সবাজারের চকরিয়ায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী বৃদ্ধ গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহত কলিম উল্লাহ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকার মৃত খলিল উল্লাহর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ডলনপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও দুপুর ১টার দিকে সে মারা যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে কক্সবাজার যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। মালবাহি কাভার্ডভ্যাানটি চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের ডলনপীর মাজার এলাকায় পৌছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে দুপুর ১ টার দিকে সে মারা যায়।
তিনি আরো বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর