সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার রঞ্জু খা, দুলাল হোসেন, জাকির হোসেন ও মাহবুবুর রহমান। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, দুটি কাঁচি, দুটি ব্লেড, ৩টি মোবাইল সেট, ৫টি সিমকাড, ২টি মানিব্যাগ ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে সাধারন মানুষের কাছ থেকে সর্বস্ব লুট করে নিত। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর