উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুভ মহালয়া উদযাপিত হয়েছে। সোমবার ভোরে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শহরের শ্রী শ্রী মহাপ্রভূর আখড়ার সামনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে মহালয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
এ সময় চন্ডীপাঠ ও দেবী আগমনী সংগীত পরিবেশন করা হয়। পরে শহরে ট্রাকযোগে ভ্রাম্যমাণ মহালয়ার শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন মন্দির ও সড়ক প্রদক্ষিণ করে। এতে চন্ডীপাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার। এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট বিমল কুমার দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সম্পাদক সুকান্ত সেন, সদর থানা কমিটির সভাপতি অলক দত্ত, সাধারণ সম্পাদক জনি সাহা, শহর কমিটির সভাপতি হীরক গুন, সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু প্রমুখ।
মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম