মুন্সীগঞ্জে মাদক মামলায় পিয়ার আলী নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। সোমবার ওই আদালতের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত পিয়ার আলী মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত মন্নাফ বেপারীর ছেলে। তাকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছিল সদর থানা পুলিশ।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে সদর থানায় দায়ের করা ৯(২)১৪ নং মাদক মামলায় এ রায় প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম