নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কে পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় বাবা-ছেলেসহ ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫) এবং ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪) ।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, দুপুরে মোটর সাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তারা। এ সময় মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক-হেলপার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা