রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান (অব:) বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।
এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. আলী মনছুর, ভূমি কমিশনের সহকারী রেজিষ্ট্রার মো. সোয়েব উদ্দিন খান, রাঙামাটি চাকমা সার্কেল চীপ ব্যারিষ্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চীপ উ চ প্রু চৌধূরী, খাগড়াছড়ি মং সার্কেল চীপ এর প্রতিনিধি শৈলা প্রু চৌধূরী, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা চৌধূরী, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সাচিং প্রু চৌধূরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের বৈঠকের আলোচনা সভা সর্ম্পকে জানাবেন।
ঘন্টাব্যাপী পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চলমান কার্যক্রম সক্রান্ত আলোচনা চলে। বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান (অব:) বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক সাংবাদিকদেও প্রেস ব্রিফিং দিবে বলে জানা যায়।
এ বৈঠকে কমিশনের চেয়ারম্যানসহ ১০জন সদস্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ