চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁনপুর গ্রামে বালুভর্তি ট্রাক্টর উল্টে ট্রাক্টরে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম বকুল হোসেন (৪৫)। তিনি দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন