কক্সবাজারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চলন্ত টমটমে ওড়না পেঁচিয়ে আরো এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কক্সবাজার পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ায় মঙ্গলবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত নুসাইবা হোসেন নিরু (১১) উত্তর নুনিয়ারছরার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে ও স্থানীয় হাজি হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে প্রাইভেট পড়তে বেরিয়ে ছিল নিরু। পড়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে আবার টমটমে উঠে। এসময় অসাবধানতাবশত উড়নাটি টমটমের চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হয় নিরু। তার বই-খাতাগুলো সিটে পড়ে থাকে। স্থানীয় বরফকলের সামনে ঘটা এ ঘটনার পর জড়ো হওয়া লোকজনের মাঝে গিয়াস উদ্দিন নামে একজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে উল্লেখ করেন কাউন্সিলর।
নিরুর খালা নাসিমা আকতার জানান, প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয়। এরপর থেকে তার মা আসমা আকতারের বিলাপে আকাশ ভারি হচ্ছে। বার বার জ্ঞান হারাচ্ছেন তিনি। কাঁদছে নিরুর একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভিও।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হতে অনুমতি নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, এর আগেও স্কুল-কলেজ শিক্ষার্থীসহ সাধারণ বেশ কয়েকজন নারী এভাবে ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব