নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়া এলাকার পদ্মা নদী থেকে ১৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নড়িয়া উপজেলা এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস, নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
আটক শরীয়তপুরের জাজিরা উপজেলার দিদার বেপারী (২৫), সায়েদুল মৃধা (৫৫), মনির কোতয়াল (২৫), হযরত আলী (৫০), দানেশ (৩৬), তাজেল ফকির (৫০), মনাই দেওয়ান (৫০), বাবুল মাঝি (৫০, নুরুল হক(২৮), ইলিয়াছ দেওয়ান(৩০), চাঁদপুরের হাইমচর উপজেলার আসাদ মাঝি (৩৮), কাঞ্চন মাঝি (১৮) ও শফিক দেওয়ান(২৫) জনের নাম পাওয়া গেছে। পরে আটককৃতদের নড়িয়া উপজেলা চত্বরে আনা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জন জেলের প্রত্যেককে পনের দিন করে কারাদণ্ড দেয়া হয়। আর বাকি চারজনকে বয়স না হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সেই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং জাটকাগুলো মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এর আগে, গত রাতে জাজিরা উপজেলায় ৮ জেলেকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব