শিশু অধিকার সপ্তাহে বাল্য বিয়ে নিরোধ দিবসে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও শিশুরা অংশ নেয়।
মানববন্ধনে বাল্য বিয়ে রোধে করণীয় ও শিশুদের অধিকার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, আফসানা বেগমসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম