বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ৮০০ সৌরবিদ্যুৎ প্যাানেল। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে ৫শ’টি। জনগুরুত্বপূর্ণ বাজার ও সড়কে স্থাপন করা হয়েছে ৩শ’টি ল্যাম্পপোস্ট।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ ও বিদ্যুতের চাহিদা মেটাতে সুর্যের আলোকে কাজে লাগান এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে গত এক বছরে এই ল্যাম্পপোষ্টগুলো স্থাপন করা হয়।
উপজেলা ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট বাজারগুলো এখন সৌরবিদ্যুতে আলোকিত। ফলে উপকৃত হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাঘাটে সংঘঠিত অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে রাস্তায় আরও সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ত্রাণ পুর্নবাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে টিআর, কাবিখা, কাবিটা ও বিশেষ বরাদ্ধের প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০০টি প্রকল্পের মাধ্যমে ৫০০টি সোলার হোম সিস্টেম ও ৩০০টি সোলার প্যানেলের স্টেট লাইট স্থাপনের কাজ করা হয়েছে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এ প্রকল্পের মাধ্যমে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যা সঠিকভাবে বাস্তবায়ন হলে ব্যাপক জনগোষ্ঠী উপকৃত হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম