মেহেরপুরে শতাধিক কৃষক ও কৃষাণীদের নিয়ে সবজি ও ফল বাজারজাত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাংনী উপজেলার পলাশ পাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করেন জেলা কৃষি বিভাগ ও আইএফডিসি।
দিনব্যাপী সেমিনারে অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান। গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন আইএফডিসির প্রকল্প ব্যাবস্থাপক সৈয়দ আফজাল মাহমুদ হোসেন, জেলা বিপণণ কর্মকর্তা জিবরাঈল হোসেন, জেন্ডার বিশেষজ্ঞ মাহমুদা আক্তার খাঁন।
বিডি প্রতিদিন/ফারজানা