ভাদ্রের তালপাকা গরমের পর থেকে আস্তে আস্তে শুরু হওয়ার কথা শীতের হাওয়া। সেখানে দিনাজপুরের চিরিরবন্দরে চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় কয়েকশত হেক্টর আমন ক্ষেত পানিশূন্যতায় পড়েছে। এ অবস্থায় কৃষক বাড়তি খরচ করে সেচের উপর ভরসা করে ফসল বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। এতেও কাজ না হওয়ায় এখানকার কৃষকরা এলাকাবাসীকে সাথে নিয়ে বৃষ্টি না আসা পর্যন্ত প্রতিদিন দুই রাকাত ইস্তিসকার নামাজ ও বিশেষ মুনাজাতের আয়োজন করেছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে চিরিরবন্দরের রাণীরবন্দর ইয়াতিমখানা মাঠে বৃষ্টির জন্য এই ইসতেস্কার (নফল) ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
যতদিন বৃষ্টি আসবে না ততদিন ইস্তিসকার নামাজ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন মুসল্লিরা। এর আগে এলাকাবাসী গত দুই দিন এই বিশেষ নামাজ অনুষ্ঠানের জন্য মাইকিং করে প্রচারনা চালায়।
রাণীরবন্দর ইয়াতিমখানা মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করে কাঙ্খিত শতশত মানুষের অংশগ্রহণে এই বিশেষ নামাজ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হক সালাফি।
শফিকুল ইসলাম, শফিকুল আলমসহ ক’জন নামাজ ও মোনাজাতের আয়োজন করেন। এতে নশরতপুর, রাণীপুর, সাতনালাসহ বিভিন্ন এলাকার শিশুসহ মুসল্লিরা এ নফল নামাজ ও বিশেষ দোয়া প্রার্থনায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৯ অক্টোবর ২০১৮/হিমেল