নোয়াখালীর বেগমগঞ্জে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করে পুলিশ।
জানা গেছে, উপজেলার কুতুবপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে সিএনজি চালক আবদুল্লাহ আল মামুনের (২২) লাশ পাশবর্তী একটি খালে দেখে বেগমগঞ্জ মডেল থানায় পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহতের স্ত্রী তামান্না আক্তার ও তার বাবা বেলাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
বেগমগঞ্জ থানায় ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শুশুর ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার