দিনাজপুরের বোচাগঞ্জে আনিছুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে তার লাশ পাশ্ববর্তী রাক্ষসী নদীর ধারে ফেলে রাখার অভিযোগ উঠেছে। আজ সকালে পুলিশ মৃত আনিছের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগে নিহত আনিসের চাচা মো. রমজান আলী কালু ( ৬০) ও তার ছেলে মো. কাদের গনিকে (২৮) আটক করেছে পুলিশ। নিহত মো. আনিছুর রহমান (আনিস) (৪০) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বসবাসকারী শেখ রফিক উদ্দীনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত আনিছের সাথে তার চাচা রমজান আলীসহ এলাকার মানুষের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। বুধবার সকালে মহবতপুর গ্রামের আনিছের লাশ রাক্ষশি নদীর পাড়ে লিচু বাগানে দেখতে পেলে একালাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রহমান ও কাহারোল/ বোচাগঞ্জ সার্কেল মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটতে পারে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার