হাওরে আগাম বন্যা বিষয়ে এক টক শো কিশোরগঞ্জের পপি পার্ট মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পপি এলনা প্রকল্প ও অক্সফামের সহায়তায় অ্যাকশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি) টক শোর আয়োজন করে।
পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপনা করেন।
এআরডির নির্বাহী পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকারম হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দুলাল মিয়া, পপি এলনা প্রকল্পের কারিগরি সমন্বয়কারী এমদাদুল হক, পপি এলনা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন ও পপি এলনা প্রকল্পের লিড অ্যাক্টররা অংশ গ্রহণ করেন।
এতে হাওরে আগাম বন্যা, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রস্তবনা তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন