আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯০ তম জন্মদিন নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করেছে নোয়াখালী আবৃত্তি একাডেমি। এ সব আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে নোয়াখালী আবৃত্তি একাডেমির অনুশীলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, বিপিএম সেবা, পিপিএম-সেবা।
নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আবু নাছের মঞ্জু, প্রভাতি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবৃত্তিশিল্পী লায়লা তারেক ও এন লিটল স্টার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক লায়লা পারভীন।
এর আগে নোয়াখালী আবৃত্তি একাডেমির অনুশীলন কক্ষে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ইবনে আলী ডিউ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, বিপিএম সেবা, পিপিএম-সেবা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন