চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের হাতে পরিবহন শ্রমিক নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতেও বাস ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বাস চলাচল বন্ধ রেখে এ ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংহতি জানিয়েছেন মালিকরা।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো।
খাগড়াছড়ি পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া জানান, চট্টগ্রামের শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে সংহতি জানিয়ে সমমনা সব সংগঠন ধর্মঘট পালন করছে। যার প্রেক্ষিতে খাগড়াছড়িতেও সকাল সন্ধ্যা বাস ধর্মঘট চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম