‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, ব্রাক ওয়াস কর্মসূচির উপজেলা ম্যানেজার সুনিল কুমার রায় র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় হাত ধোয়া প্রদর্শনী। বেসরকারি সংস্থা ব্র্যাক, ডরপ্ ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৮/মাহবুব