ফরিদপুরে পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৬৯ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা। এসময় আটক করা হয় ৬৯ জনকে।
আটককৃতদের বিভিন্ন জনের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ৮টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ী রয়েছে ১৬ জন। এছাড়া জিআর মামলায় ২৩ জন, সিআর মামলায় ২৫ জন, সাজাপ্রাপ্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার