রাঙামাটি কাপ্তাই উপজেলায় অবৈধ অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ-বাহিনী। আটকৃতদের নাম- রাতচন্দ্র তঞ্চঙ্গ্যা (৪০) ও খোকন চন্দ্র তঞ্চঙ্গ্যা (৩০)। আজ বৃহষ্পতিবার সকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে বলে জানিয়েছে যৌথ-বাহিনীর একটি সূত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় অভিযানে নামে যৌথ-বাহিনীর একটি বিশেষ দল। ওই এলাকায় ব্যাপাক তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রসহ (রাইফেল-২২) আটক করা হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী রাতচন্দ্র তঞ্চঙ্গ্যা ও খোকন চন্দ্র তঞ্চঙ্গ্যাকে।
রাঙামাটির কাপ্তাই উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মুহাম্মদ নূর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় থেকে অবৈধ অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করেছে যৌথ-বাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার