শেখ হাসিনা সরকারের উন্নয়ন সম্পর্কে ছাত্র-ছাত্রীদেরকে অবহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে ভালুকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওন।
বৃহস্পতিবার সকালে উপজেলা আশকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। এসময় আশকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভালুকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওন জানান, পৌর ছাত্রলীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের উন্নয়নসমূহ ছাত্র-ছাত্রী সহ উপজেলার সকল পর্যায়ের জনসাধারণের হাতে হাতে এই উন্নয়নের বার্তা পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ হয়েছি। আর আজকের এই উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ আমাদের চলমান প্রোগামের একটি অংশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন