মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যোগে টাঙ্গাইল নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ারুল আলম শহীদ, পরিষদের সভাপতি ইউনুস প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন