নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একদিনের ব্যবধানে ৩ লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মৃতদেহের ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কোন এক সময় গাড়ি চাপায় অজ্ঞাত পুরুষটির সড়কে মৃত্যু ঘটে। পরে মৃতদেহের উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় ছিন্নবিন্ন হয়ে যায়। এতে মৃতদেহটি পুরুষের বুঝা গেলেও মুখসহ দেহের কিছুই চেনা যায় না।
এদিকে, বিকেল ৩টায় সানারপাড় এলাকার খলিল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে লায়লা আক্তার (৩০) নামে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে গৃহবধুকে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের স্বামী হোশিয়ারী ব্যবসায়ী শাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কদমতলী এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নিজের পরনের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম (১৬) নামের এক স্কুল ছাত্রী। সে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার কাঞ্চন মিয়ার দোতলা বাড়ির নিচতলায় মায়ের সঙ্গে ভাড়া থাকতো।
অপরদিকে, মহানগরের সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার তেল ব্যবসায়ী মেহেদীর বাড়ির পুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মৃত যুবকটি শারীরিক প্রতিবন্ধী ছিল। তার একটি পা ছিল না। পুকুরের ঘাটলা থেকে মৃতের জুতা ও প্যান্ট উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার