কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে সমুদ্র সৈকত ও জেটিঘাটের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৩৫টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসব দোকানগুলো সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। পুনরায় দখলের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। এ অভিযানে সহযোগিতা করেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, কোস্টগার্ড ও বিচ কর্মিরা।
এ সময় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন দ্বীপের ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান।
ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এরই সূত্রে ধরে, বৃহস্পতিবার টানা চার ঘন্টার অভিযান পরিচালনা করে ৩৫টি অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জেটিঘাট ও সৈকতের বালুর চরে গড়ে উঠা ছোট-বড় প্রায় অর্ধশতাধিক দোকানঘর উচ্ছেদ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার