গাজীপুরে কলোনিতে আগুন লেগে পুড়ে দাদা মো: ছব্দে মিয়ার (৭০) মৃত্যু হয়েছে। আহত হয়েছে নাতি আট বছরের শিশু শিমুল। নিহত ছব্দে মিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ গ্রামে। তিনি পরিবারের সদস্যদের সাথে ওই কলোনিতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্বপন মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।
বাসন থানার ওসি মো: মুক্তার হোসেন জানান, ওই কলোনিতে ৩৫টি রুম রয়েছে। স্বল্প আয়ের এবং গার্মেন্ট শ্রমিকরা রুম ভাড়া নিয়ে থাকতেন। রাত ৯টার দিকে রবিউল হোসেন নামের এক ভাড়াটিয়ার রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে। এ সময় ছব্দে মিয়া নাতি শিমুলকে নিয়ে ঘরে আটকা পড়েন। প্রতিবেশীরা শিমুলকে বের করতে পারেননি। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পুলিশের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় এবং ছব্দে মিয়ার লাশ উদ্ধার করে। আগুনে পুরো কলোনির ও যাবতীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ