বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪টি পেট্রোল বোমা এবং ২টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পরপর ২/৩টি বিস্ফোরণের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই বিস্ফোরক উদ্ধার করে। এ ঘটনায় থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা অসংখ্য ব্যক্তিকে আসামী করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজন সিকদার এবং ছাত্রদল নেতা মো. আজিজুলের নাম নিশ্চিত করেছে পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌঁনে ১০টার দিকে রাজকর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পরপর ২/৩টি বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৪টি পেট্রোল বোমা এবং ২টি ককটেল এবং বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই থানার এসআই আলমগীর বাদী হয়ে ৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা অনেককে (সংখ্যা উল্লেখ নেই) আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। থানার এসআই আজাদকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আদায় করার জন্য বিএনপি’র চলমান আন্দোলনে প্রতিটি থানা কমিটিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছ। থানা কমিটি আবার ইউনিয়ন কমিটিকে চাঙ্গা করছে। চলমান আন্দোলনে বিএনপি’র সাংগঠনিক তৎপরতা ব্যহত করার জন্য, নেতাকর্মীদের আন্দোলনের মাঠ থেকে দূরে রাখতে পুলিশ তারাবাতি ফুঁটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ‘গায়েবী’ মামলা দিচ্ছে।
যদিও বিএনপি নেতার এই অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ থানার ওসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে আসামিরা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি নাশকতার পরিকল্পনা করছিলো। মামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
এর আগে সম্প্রতি মেহেন্দিগঞ্জে দুটি এবং উজিরপুরে একইভাবে একটি ‘গায়েবী’ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বিডি প্রতিদিন/ফারজানা