বরিশালের মুলাদীতে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানতে গিয়ে মো. বেলাল হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার দত্ত্বেশ্বর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শ্রমিক বেলাল হোসেন যশোরের কেশবকাঠী এলাকার মৃত মো. হান্নানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঠিকাদার মো. রফিকের নিয়োজিত শ্রমিকরা সকালে দত্ত্বেশ্বর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের কাজ করছিলেন। এক খুঁটি থেকে আরেক খুঁটিতে সঞ্চালন লাইন নেওয়ার সময় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের লাইনে ওই ক্যবলের স্পর্শ হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক বেল্লাল নিচে পড়ে যান।
স্থানীয়রা গুরুতর অবস্থায় বেল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শামসুদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম