লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে আজ শুক্রবার ভোরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২ হাজার মিটার জাল, ১টি নৌকাসহ ২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত ১টি নৌকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আয়ত্ত্বে রয়েছে।
শুক্রবার সকালে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছিম বিল্লাহ মেঘনা নদীর পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জেলের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মাছ স্থানীয় ইয়াতিমখানায় বিতরণ করা হয়েছে। আটককৃত দুই জেলে হলেন উপজেলার বাসিন্দা শাহ আলম হাওলাদার (৪২) ও চাঁদপুর জেলার মো. মাসুদ বকাউল (৩৬)।
উল্লেখ্য, গতকাল কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭টি নৌকা, ৫ হাজার মিটার জালসহ চার জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত চার জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বিডি প্রতিদিন/ফারজানা