ঝালকাঠির সাতুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সমাজসেবক তানভীর আহমেদ, সাংবাদিক অলোক সাহা শেরে বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে শের-ই-বাংলা একে ফজলুল হকের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মোনাজাতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
সাতুরিয়া শেরবাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ার রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ এ কর্মসূচির আয়োজন করে।
বিডি প্রতিদিন/ফারজানা