পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মা ও ছেলে রয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার রাত ৮টার দিকে বাংলাবান্ধা–পঞ্চগড় মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুত্বর আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। লাভলী বেগম (৩৫) এবং তার ছেলে ইয়াসিন আলী (৭) ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, পঞ্চগড় থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। পথমিধ্যে ১০ মাইল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৮/আরাফাত