মাদারীপুরে ট্রাকচাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীয়তপুরের আঙ্গারিয়া তুলাতলা গ্রামের কবির খান (৩৫) এবং ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা হাবিব মোল্লা (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত আচমত আলী খান সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা ট্রাক শরীতপুরগামী মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৮/আরাফাত