আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আজ শনিবার সকালে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আলম মোল্লা (৩৫) নামে একজন নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন।
নিহত আলম মোল্লা আমুড়িয়া উত্তর পাড়া গ্রামের তোজাম মোল্লার ছেলে। আহতদের মধ্যে চারজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আমুড়িয়া গ্রামের টিপু মিয়া ও সোহেল রানার নেতৃত্বে দুই গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার সকাল ৮টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় টিপু গ্রুপের আলম মোল্লা নামে একজন নিহত হন। এসময় কমপক্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক টিপু মোল্লাকে মৃত্য ঘোষণা করেন। আহত জাফর, শিকিম, মফিজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম