চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা নামক স্থান থেকে অজ্ঞাত (২৫) পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথা ও বুকে গুলির ক্ষত রয়েছে। লাশের পড়নে চেক শার্ট ও লুঙ্গি রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, শনিবার সকালে আলমডাঙ্গার কুয়াতলা গ্রামের লোকজন গ্রামের রাস্তার পাশে একটি গুলিবিদ্ধ লাশ দেখে আলমডাঙ্গা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর