বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রাজবাড়ী জেলায় নির্মিত হচ্ছে গীতাপাঠ স্কুল। জেলার সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রান্তিক হিন্দু শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের উদ্যশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে জানা গেছে।
রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরে ধর্মীয় আনুষঙ্গিকতা এবং স্থানীয়দের ব্যপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজ বিদ্যালয়টির নির্মাণ কাজের শুভ সুচনা করা হয়।
পুস্পাঞ্জলি করে সুচনা করেন সবিতা রানী বৈদ্য। উপস্থিত ছিলেন সভাপতি নারায়ণ বৈদ্য, সাদারণ সম্পাদক কৃষ্ণপদ রায়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে কাজটির নির্মাণের নিমিত্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহসভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদ।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রাজবাড়ী জেলা ছাত্রলীগ যেকোন ভাল কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বদ্ধপরিকর।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন