দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াঘাট বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীসহ তিন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযোগে শুক্রবার রাতে মামলা দায়ের করে পুলিশ। আটককৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াঘাট বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ এবং আব্দুল আজিজ।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিতিতে পুলিশ শুক্রবার ঘোড়াঘাট উপজেলার ভেলামারী গ্রামের বাবু এর বাড়ীতে গোপন মিটিং করার সময় ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া ও আব্দুল আজিজকে আটক করা হয়।
তিনি আরও বলেন, নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযেগে তাদের আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর