বরিশালে পৃথক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া।
এসময় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন ও সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু সহ অন্যান্যরা। আলোচনা সভার শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে শনিবার সকালে বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভা করে দক্ষিন জেলা যুবদল। দক্ষিন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন। বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারন সম্পাদক এএইচএম তসলিমউদ্দিন, সহসভাপতি মামুন রেজা খান এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু সহ অন্যান্যরা।
দুটি আলোচনা সভায় বক্তারা বেগম জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহবান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর