চুয়াডাঙ্গায় পুলিশি বাধা ও লাঠিচার্জের মধ্য দিয়ে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের কার্যালয় থেকে একটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পরে যুবদলের নেতা কর্মিরা দলীয় কার্যায়ের মধ্যেপুলিশি বেষ্টনির মধ্যে কর্মসূচী পালন করে। সেখানে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, সেক্রেটারী সাইফুর রশিদ ঝন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুল হক মালিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর