নাটোরে পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে জেলা বিএনপি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে র্যালি বের করার চেষ্টা করলে পুলিশ যুবদল নেতাকর্মীদের কাছ থেকে ব্যানারটি কেড়ে নেয়। এরপর তারা জেলা বিএনপির অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু এবং সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিএস জহির উদ্দীন জহির, সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, সহ-সভাপতি স্বাধীন হোসেন এবং দফতর সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৮/আরাফাত