ঝিনাইদহে সকাল থেকে চলছে হয়েছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশের ন্যায় এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা যায়, সংসদের পাসকৃত সড়ক পরিবহন আইনের কিছু ধারা শ্রমিক পরিপন্থি। ফলে এই আইন মেনে শ্রমিকরা সড়কে গাড়ি চালাতে চাচ্ছে না। সড়ক পরিবহন আইনের ধারা সংশোধনের দাবিতে শ্রমিকরা সকাল ৬টা থেকে তাদের সকল ধরনের কাজ বন্ধ রেখেছে। ফলে সড়কে বাস, ট্রাক, টেম্পুসহ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ