সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
রবিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। জেলা শহর থেকে ঢাকা যাওয়াও বন্ধ রয়েছে গণপরিবহন। বিআরটিসির বাস পর্যন্ত চলতে দিচ্ছে না শ্রমিকরা। বেশিরভাগ যাত্রীকে নির্ভর করতে হচ্ছে অটোরিক্সার উপর। প্রধান সড়কগুলোতে কিছু রিকশা চলাচল করলেও অফিসগামী যাত্রী আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে, পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পয়েন্ট তারা অন্য যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করছেন।
ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টার থেকে জানানো হয়, তাদের বাসগুলো আটকে দেয়া হচ্ছে। এমনকি বিক্ষোভরত পরিবহন শ্রমিকরা এসব বাসের চালক ও সহকারীদের লাঞ্চিত করছে।
ফলে চরম ভোগান্তিতে পড়ে পণ্যবাহী ও যাত্রীবাহী বাসগুলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ