ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে রবিবার সকালে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে মা ইলিশ শিকারের করায় তাদের ১৬ জনকে ৪ দিন ও ২ জনকে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজিদুর রহমান।
অভিযানে আরও অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ।
এ সময় তাদের কাছ হতে ৫০ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল গোপালপুর ফেরী ঘাট এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় হাজিডাঙ্গী মাদ্রাসা ও এতিমখানায় বিলি করা হয়।
আটকৃতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচ্চু মৃধা (৪২), জহির হাওলাদার (২২), শুকুর মাতবর (৫০), সুমন বেপারী (২২), হুমায়ন হাওলাদার (২৮), শাহিন ফকির (৩০), মোতালেব ফকির (৩০), সদরপুর উপজেলার মজিবর গনি (৬০), আদেল খান (৩০), রহিম শেখ (৩০), শহিদ প্রামানিক (৩০), ফারুক শিকদার (৩৬), মোজাফফর ঢালী (৩৮), জয়নাল কাজী (৪০), দোহার উপজেলার আদু মোল্যা (৫০), জামালপুর জেলার আ. আজিজ (২৩), বাবলু মিয়া (৫০), চরভদ্রাসন উপজেলার নবাব চৌধুরী (২৭)।
এ নিয়ে ৭ থেকে ২৮ অক্টোবর সকাল পর্যন্ত মোট ১০৭ জেলেকে শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ২ লাখ ২৯ হাজার মিটার জাল ও ৩১১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
বিডি প্রতিদিন/ফারজানা