৮ দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে কর্ম বিরতি পালন করছে পরিবহন শমিকরা। সোমবার পর্যন্ত এই কর্মসূচি পালন হবে বলে জানা গেছে। এ কারণে উত্তরজনপদের প্রাণকেন্দ্র বগুড়াসহ গোটা উত্তরাঞ্চলে আভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সবজিসহ অন্যান্য পন্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর জামিন অযোগ্য আইন সংশোধন করে জামিন যোগ্য করাসহ ৮ দফা দাবি পূরণ না হওয়ায় রবিবার ও সোমবার কর্মবিরতি পালন করবে পবিহন শ্রমিকরা।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, শ্রমিকদের কল্যাণেই ৮ দফা দাবি দেয়া হয়েছে। রবিবার বগুড়াসহ উত্তরাঞ্চলের সকল রুটে কোন যানবাহন চলাচল করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার