সারাদেশের মত ময়মনসিংহেও আজ সকাল ছয়টা থেকে ৪৮ ঘন্টার পরিবহন শ্রমিকদের ‘কর্মবিরতি’ শুরু হয়েছে। সকাল থেকেই ময়মনসিংহ নগরীর ৪টি বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। উপজেলার সাথেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুধু বাসই নয়, বন্ধ রয়েছে পণ্য বহনকারী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। আর এতে করে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সকালে ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাসি টার্মিনাল, টাইঙ্গাল বাসস্ট্যান্ড, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় গিয়ে দেখা যায় যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যেও যানবাহন না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়াও নগরীর টাউন হল মোড়, চড়পাড়া মোড়, পাটগুদাম ব্রিজ মোড় থেকেও ছেড়ে যায়নি সিএনজি চালিত অটোরিকশাও।
ইয়াছিন আহমেদ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় কাম্য নয়।
অন্যদিকে সড়কে যান না পেয়ে অনেকেই ট্রেনে চেপে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী সকাল ৯টা ১০ মিনিট ও ১১টায় দুটি আন্তঃনগর ট্রেনে উপচে পড়া ভিড় ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার