বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের র্যাঙ্কিংয়ে ৪৪তম অবস্থানে থাকলেও বাংলাদেশ এবার ৩৯তম হয়েছে। বর্তমানে দেশের ব্র্যান্ড ভ্যালু ২৫৭ বিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। সম্প্রতি লন্ডনভিত্তিক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্সের ‘নেশন ব্র্যান্ডস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ভ্যালু ২৫ হাজার ৮৯৯ বিলিয়ন ডলার। যা বিশ্বের সবচেয়ে বেশি। এর পরে রয়েছে যথাক্রমে চীন, জার্মানি ও ইংল্যান্ড।
প্রতিবেশী দেশ ভারত এই তালিকায় নবম স্থানে রয়েছে। দেশটির ব্র্যান্ড ভ্যালু ২ হাজার ১৫৯ বিলিয়ন ডলার। তালিকায় থাকা এশিয়ার বাকি দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান যথাক্রমে ৫১তম ও ৬১তম।
ব্র্যান্ড ফিন্যান্স বলছে, ১০০টি দেশের ওপর জরিপ চালিয়ে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। পণ্য ও পরিষেবার মান, বিনিয়োগ, জিডিপি ও সমাজব্যবস্থার ভিত্তিতে ব্র্যান্ড ভ্যালু নির্ধারণ করা হয়েছে।
ব্র্যান্ড ফাইন্যান্সের প্রধান নির্বাহী ডেভিড হাই বলেন, ভাবমূর্তি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি। কেননা এর ওপর ভিত্তি করে বিনিয়োগ বৃদ্ধি পায় ও বৈশ্বিক পরিসরে রপ্তানির ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পায়।
ব্র্যান্ড ফিন্যান্সের তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ২০১১ সালের পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। যখন বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৭ বিলিয়ন। তাই মাত্র ৭ বছরের ব্যবধানে পাকিস্তানকে পাশ কাটিয়ে বাংলাদেশ অনেকটা এগিয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ব্র্যান্ড ফাইন্যান্স বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালুর র্যাঙ্কিং প্রকাশ করে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৮/হিমেল