প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে (৫ নভেম্বর) এ নির্বাচনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ইতোপূর্বে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল নোয়াখালী জেলার ৯টি উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মিজানুর রহমান বাদল স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালর ১ ডিসেম্বর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৫ সালে হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কুমিল্লা থেকে এইচএসসি ও ১৯৯৭ সালে সরকারি মুজিব কলেজ থেকে বিএসএস পাশ করেন। সংসার জীবনে তিনি তিন মেয়ে ও দুই ছেলের পিতা তিনি।
বাবা মরহুম সিরাজ আলম চৌধুরী তৎকালীন কোম্পানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও প্রভাবশালী নেতা হওয়ার কারণে তৎকালীন গণ-বাহিনী ১৯৭৫ সালের ১২ জুন তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে।
রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন মিজানুর। ১৯৮৬ সালে তিনি চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, ১৯৯২ সালে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৪ সালে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ১৯৯৭ সালে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি, ২০০৩ সাল কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি হন।
পরবর্তীতে ২০১১ সালে ২ জুন চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে তিনি নোয়াখালী জেলায় সর্বোচ্চ ভোট পেয়ে (প্রায় ৯৫০০ ভোটের ব্যবধানে) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এরপর ২০১২ সালে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনও দায়িত্বে বহাল আছেন।
পরবর্তীতে ২০১৬ সালে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ সরকারের “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা” খাতে অনন্য অবদান রাখার জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্যও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মিজানুর রহমান বাদল চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, চরফকিরা উচ্চ বিদ্যালয়, পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য।
তিনি চরএলাহীতে মরহুম সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও চরফকিরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা। এছাড়া শিশু কিশোর সংগঠন “পথিকৃত খেলাঘর আসর”এর প্রতিষ্ঠাতা। কোম্পানীগঞ্জ ফজলুল হক কারিগরি মহাবিদ্যালয় (সিএফটিসি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয় ও চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সভাপতি।
বিডি প্রতিদিনি/কালাম