বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট উত্তর অফিসারপাড়ার মোজাম্মেল হকের ছেলে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন মিলু (৪১), পশ্চিম গুয়াডহরী গ্রামের গোলাম রহমানের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা (৩৬), মানিকপোটল গ্রামের গোলাম হোসেনের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ফরিদুল ইসলাম ফটিক (৪৫) ও কৈয়াগাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান শামীম (৪০)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জুয়া আইনের মামলায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৪ আসামি পেশাদার জুয়ারি। দীর্ঘদিন ধরে তারা এলাকার বিভিন্ন স্থানে তাস দিয়ে জুয়া খেলার আসর বসিয়ে সমাজের সহজ সরল মানুষকে ঠকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জুয়া খেলার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছে এলাকার অনেক পরিবারের লোকজন।
এ অবস্থায় শুক্রবার গভীর রাতে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শামীমের বাড়িতে জুয়ার আসর বসানো হয়। সংবাদ পেয়ে সেখানে অভিযোন চালিয়ে রাত ২টার দিকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো ৮/১০ জন জুয়াড়ি পালিয়ে যায়। এ ঘটনায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন