দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্টোর রুমে থাকা ফ্রিজ ও কিছু ঔষধ পুড়ে গেছে। শনিবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার দুপুর একটার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হাসপাতালের স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঔষধ রাখার একটি ফ্রিজ ও কিছু ঔষধ পুড়ে গেছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৮/হিমেল