জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ ৯ জুয়ারিকে আটক করেছে বিশ্বনাথ পুলিশ। পরে শনিবার বিকেলে তাদের সিলেট আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সুলতান মিয়ার বাড়ি থেকে জুয়ারিদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলার পুরান সৎপুর গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে সুলতান মিয়া (৪৭), তার ভাই সুজন মিয়া (৩০), একই গ্রামের মৃত মান উল্লার ছেলে ইলাছ আলী (৩৫), মাঝেরগাঁও গ্রামের ইয়াদ উল্লার ছেলে শহিদ আলী (৪০), কান্দিগাঁও গ্রামের আবদুল রফিকের ছেলে আবদুস শহিদ (২৫), মদনপুর গ্রামের নিয়াম উল্লার ছেলে আনোয়ার মিয়া (৪৫), ওসমানীনগর উপজেলার রুকনপুর গ্রামের মৃত ওয়াছত উল্লাহর ছেলে এশারত আলী (৫৫), একই গ্রামের মৃত আরজত উল্লার ছেলে সাবুল মিয়া (৩৩) ও মৃত ওয়াতির উল্লার ছেলে কমর উদ্দিন (৬০)।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সিলেট আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন